নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ :
কিশোরগঞ্জের ভৈরবে ডিমের মূল্য বৃদ্ধি করে ডিমের বাজার অস্থিতিশীল করার জন্য ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালিত অভিযানে জরিমানা করা হয়। শনিবার (১৫ অক্টোবর) দুপুরে কিশোরগঞ্জ জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিক এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে এই জরিমানা আদায় করা হয়।
অভিযান সূত্রে জানা যায়, ডিম ও পোল্ট্রি ফিডের বাজার স্থিতিশীল রাখতে শনিবার দুপুরে জেলার ভৈরব উপজেলার কমলপুর এলাকায় কিশোরগঞ্জ জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান পরিচালনা করেন। এসময় ডিমের মূল্য বেশি রাখায় মেসার্স তালুকদার পোল্ট্রি মেডিসিন নামক প্রতিষ্ঠান কে ২ হাজার টাকা, আনোয়ার পোল্ট্রি ফিড এন্ড ডিমের আড়ৎ কে অনুমোদনহীন ঠিকানা বিহীন পোল্ট্রি মেডিসিন বিক্রয় ও ডিমের মূল্য বেশি রাখায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও ঐ এলাকায় তোফাজ্জল রেস্টুরেন্টে কে মূল্য তালিকা না পাওয়ায় ২ হাজার টাকা, সত্যতা ডিপার্টমেন্টাল স্টোর কে মেয়াদ উত্তীর্ণ পণ্য রাখার দায়ে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে ৪টি ব্যবসা প্রতিষ্ঠান কে মোট ২৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করেন এসআই আকরাম হোসেন এর নেতৃত্বে জেলা পুলিশের একটি চৌকস দল।
অভিযানের সত্যতা নিশ্চিত করে কিশোরগঞ্জ জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিক ‘কিশোরগঞ্জ ফাইলস’ কে জানান, অসাধু ব্যবসায়ীরা মনগড়া মূল্য বৃদ্ধি করে ডিম ও পোল্ট্রি ফিডের বাজার অস্থিতিশীল করছে। ডিম ও পোল্ট্রি ফিডের বাজার স্থিতিশীল রাখতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে। সেই সাথে ডিম ও পোল্ট্রি ফিডের বাজার নিয়ন্ত্রণে রাখতে সংশ্লিষ্ট সবাইকে কাজ করার আহ্বান জানান তিনি।
Leave a Reply